(ক) কুরআন মজলিসের কেন্দ্রীয়, জেলা, উপজেলা/থানা, শাখা ও মহিলা শাখা সংগঠন এবং কেন্দ্রীয়, জেলা, উপজেলা/থানা, শাখা ও মহিলা শাখার সময়মত কুরআনের মজলিস গঠন হবে।
(খ) যে সমস্ত মুসলমানরা তাদের পেশাগত কারণে পেশাগতভাবে সংগঠিত হওয়া জরুরি মনে করেন, (যেমন-শ্রমিক, ছাত্র, চাষী/কৃষক, আইনজীবী প্রভৃতি [পেশাগত সুপারভাইজার]) তারা কুরআন মজলিসের প্রচারক, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও কর্মপদ্ধতি সম্বন্ধে পুরোপুরি ঐক্যমত হয়ে সংগঠিত হতে পারবেন। এমনকি কুরআন মজলিসের “সহায়ক” সংগঠক বিশেষ কমিটিও হতে পারে। সংগঠকদের মজলিসের কেন্দ্রীয় সংগঠনের নিয়ন্ত্রণাধীনে থাকবে। প্রাথমিকভাবে কুরআন মজলিসের এরূপ ১৩টি স্তর স্থাপিত করার পরিকল্পনা গ্রহণযোগ্য। যথা:- (১) কৃষক, (২) শ্রমিক, (৩) ছাত্র, (৪) ব্যবসায়ী, (৫) শিক্ষক, (৬) বিজ্ঞানী, (৭) ডাক্তারগণ, (৮) আইনজীবী, (৯) সাংবাদিক (১০) চিকিৎসক (১১) প্রকৌশলী।
(গ) কুরআন মজলিসের প্রতিটি সংগঠক প্রতি এলাকায় সংগঠন গঠিত হবে। যথা:- (১) কাউন্সিল, (২) আমীর ও (৩) নির্বাহী পরিষদ।
প্রতিটি স্তরের সকল সংগঠক সময়মত কাউন্সিল গঠন হবে। কাউন্সিল সংগঠনের/স্তরের সর্বোচ্চ ফোরামের অধিকারী।
কাউন্সিলের অন্তর্ভুক্ত কাউন্সিল প্রতি বছর কাউন্সিল সদস্যদের মধ্যে হতে তাকওয়া, ইলম, আমান, বুঝমান, কর্মক্ষমতা ও কর্তব্যনিষ্ঠার ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠন/স্তরের আমীর নির্বাচন করে। আমীর সংগঠন/স্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংগঠন/স্তরের পরিচালনার সর্বাধিক ক্ষমতার অধিকারী।
সংগঠনের বিভিন্ন বিভাগের দায়িত্ব পালনে আমীরকে সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য নির্বাহী পরিষদ কাউন্সিল কর্তৃক নির্বাচিত হয়।
নির্বাহী পরিষদের বিভাগের সংখ্যা নির্ধারিত: (১) আমীর, (২) সহ আমীর, (৩) প্রধান সচিব, (৪) সহ প্রধান সচিব, (৫) অর্থ সচিব, (৬) সচিব প্রচার, (৭) সচিব শিক্ষা, (৮) সচিব সমাজসেবা, (৯) সচিব দাওয়াহ, (১০) সচিব প্রকৌশল, (১১) সচিব সমাজ সংস্কার, (১২) সচিব সংগঠন, (১৩) সচিব নির্মাণ, (১৪) সচিব রিলিফ, (১৫) সচিব সম্পদ, (১৬) সচিব প্রেস, (১৭) সচিব কৃষক, (১৮) সচিব শ্রমিক, (১৯) সচিব ছাত্র, (২০) সচিব ব্যবসায়ী, (২১) সচিব শিক্ষক, (২২) সচিব ডাক্তারগণ, (২৩) সচিব আইনজীবী, (২৪) সচিব চুক্তিকারী এবং (২৫) সচিব আইনশৃঙ্খলা।
উপরোক্ত থেকে ১৫ নম্বর পদ পর্যন্ত কুরআন মজলিসের প্রতিটি স্তরের সংগঠন/স্তরের নির্বাহী পরিষদ গঠিত হবে। ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত সময়মত কেন্দ্রীয় সংস্থা, জেলা সংগঠন, উপজেলা/থানা সংগঠন ও শাখা মহিলা নির্বাহী পরিষদ গঠিত হবে। ১ থেকে ২৫ নম্বর পর্যন্ত সময়মত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হবে।
(ঘ) ইসলামী ইনকিলাবের মজলুমুল আমমকে জন নেতৃত্বের জীবনের ক্ষেত্রে যেন করায়ত্ত করতে এবং তারই দ্বারা রাষ্টযন্ত্র চালু করতে কুরআন মজলিসে প্রধানত আমীর হতে সকল পদাবলীতে কুরআনের নির্দেশ অনুযায়ী কোন নেতা নির্বাচিত হয়-তা নিশ্চিত করতে “শরীয়াহ ভিত্তিক নেতৃত্ব” গ্রহণের এবং তা প্রকৃত পক্ষে যে কোন সময় প্রতিষ্ঠিত করার চূড়ান্ত উদ্যোগ নেয়া হবে। প্রতিটি স্তরে কাউন্সিল, নির্বাহী পরিষদ এবং সংশ্লিষ্টদের নেতৃত্ব, তাকওয়া, আমান, বুঝমান, কর্মদক্ষতা ও কর্মনিষ্ঠার ভিত্তিতে সর্বোচ্চ শৃঙ্খলা ও দায়িত্বপালনের কর্মদক্ষতা বাড়ানো হবে।
Provide free or subsidized Quranic education classes for people of all ages, including youth, and adults.
Provide aid during natural disasters or emergencies affecting Muslim communities.
Distribute Zakat (charity) funds to the needy and deserving to poor Muslim individuals .
Organize medical camps and clinics to provide healthcare services to underserved communities.
Provide financial assistance for funeral expenses to muslim families who cannot afford them.
Establish emergency relief funds to provide immediate assistance to poor Muslims in crisis.
Invest in the future by supporting our youth education programs Your donation helps us .
Every contribution, no matter the size, creates a positive impact. Donate us in making a difference.
Your generosity helps us continue our mission of providing Islamic education & community support.
Foster unity and compassion through community Your donation helps us provide essential services